ঝিনাইদহের কালীগঞ্জে ”গুড একোয়াকালচার প্রাকটিস এ ফুড সেফটি‘ বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যপী উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা। আরও উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফাল্গুনী হামিদ, সম্প্রসারন কর্মকর্তা মেজবাহুন জান্নাত, ক্ষেত্র সহকারী স্বপন কুমার বিশ^াস, ও লিপিকা বিশ^াস ক্ষেত্র সহকারী। এই প্রশিক্ষণে উপজেলার প্রায় অর্ধশত নারী পুরুষ প্রশিক্ষণ গ্রহন করেন। ২০১৯ -২০ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।