রাজধানীসহ অন্যান্য এলাকায় নৌযান চলাচল বন্ধ থাকলেও বরিশালে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ ও অনান্য পণ্যবাহী নৌযান যথারীতি চলাচল করছে।
বরিশালের লঞ্চ চালকরা বলছেন, তারা চলমান কর্মবিরতী মানছেন না, তাই লঞ্চ চালাচ্ছেন। তবে তাদের দাবী নিয়ে সংগঠনের নেতাদের ষোষণা অনুযায়ী ধর্মঘটে যাবেন। এদিকে এখনই লঞ্চ চলাচল বন্ধের বিষয়টি মানছেনা বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত শ্রমিক ও নেতারা। নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি আবুল হাসেম বলেন, দেশের অন্যত্র যে কর্মবিরতী হচ্ছে এটা লঞ্চ মালিকদের কারসাজি। তাদের ১১ দফা বাস্তবায়নের ধর্মঘট আগামী শুক্রবার রাত বারোটা এক মিনিটের পর শনিবার প্রথম প্রহরে শুরু হবে।