নারী ও শিশুর ওপর ধর্ষন এবং সকল প্রকার যৌন সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় পঞ্চগড় শেরে বাংলা চত্ত্বর সংলগ্ন ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে সেন্টার ফর রাইটস এ- ডেভলপমেন্ট (সিআরডি) পঞ্চগড় এর আয়োজনে ঘন্টাব্যপি এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার নারী অংশগ্রহণ করেন।
সেন্টার ফর রাইটস এ- ডেভলপমেন্ট (সিআরডি) এর জেলা ম্যানেজার মো: আমিন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও শিশুর ওপর ধর্ষন এবং সকল প্রকার যৌন সহিংসতা রোধে সরকারের পাশাপাশি সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বিভিন্ন সভা সমাবেশ ও সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে নারী ও শিশুর প্রতি সহিংসতার কুফল তুলে ধরে নারীর প্রতি সামাজিক দায়বদ্ধতার কথা বলেন বক্তারা।