বরিশালের আগৈলঝাড়ায় সন্ধ্যা নদীর পয়সা-কদমবাড়ি এলাকার নদীরপাড় সরকারি জমিতে দখন করায় ভ্রাম্যামাণ আদালত নদীপাড় অবৈধ দখলকারীদের স্থাপনা উচ্ছে করেছেন। মঙ্গলবার দুপুরে মঙ্গলবার দুপুর দেড়টায় সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীন তন্বী এর নেতেৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ দখলদার সোহাগ মিয়া নামে এক জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা ভূমি অফিস ও স্থনীয় সূত্রে জানাগেছে, উপজেলার বাকাল ইউনিয়নের আবদুল বারেক মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩০) নদীর পয়সা-কদমবাড়ি এলাকার নদীরপাড় সরকারি প্রায় ১৫ শতাংশ জমিতে দখন করে কয়েক দিন যাবত দোকান ঘর ও স্থাপনা নির্মান করে আসছিলো। স্থানীয়দের বাধা উপেক্ষা করে সোহাগ নির্মান কাজ চালাছিলো। এলাকাবাসী বিষয়টি উপজেলা ভূমি অফিসে জানায়।
বাকাল ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার রবিন দাসগুপ্ত জানান, স্থানীয় লোক জনেরকাছ থেকে নদী দখলের খবর পাই। পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতিমা আজরীন তন্বী স্যার কে জানালে স্যার পুলিশ নিয়ে অভিযান চরিচাল না করেন।
এব্যাপারে আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতিমা আজরীন তন্বী অভিযানের সত্যতা স্বিকার করেছেন।