বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে ওয়ার্ড আ.লীগের কমিটি ঘোষনার প্রতিবাদে ২৬ নভেম্বর মঙ্গলবার পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। হারতা বন্দরের উত্তর পাড় ৪টি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।
এ ব্যাপারে, ইউনিয়ন আ.লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস বলেন, নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে কমিটি ঘোষনা করা হয়েছে।
হারতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হরেন রায় বলেন, যারা দলের একনিষ্ঠ কর্মী তাদের ব্যাপারে উপজেলার নেতৃবৃনন্দের সাথে আলাপ আলোচনা করেই ৯টি ওয়ার্ড আ.লীগের কমিটি ঘোষনা করা হয়েছে।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ সিকদার বাচ্চু বলেন, উপজেলা ও ইউনিয়ন আ.লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনার ভিত্তিতেই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সভাপতি ও সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়েছে।