মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলওয়ের জমি দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে। বুধবার সকালে এই অভিযান শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন স্টেশন এলাকা ও ভানুগাছ রোডে এই অভিযান চালানো হয়। বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও রেলওয়ে ঢাকার ডিসি মো: নজরুল ইসলাম জানান, আজকের উচ্ছেদ অভিযানে ৫ একর জায়গায় প্রায় তিনশত অবৈধ স্থাপনা ও দোকানপাট ভেঙ্গে ফেলা হয়েছে। ডিসি নজরুল ইসলাম জানান, আগামী মাসে আবারো অভিযান চালানো হবে।
বুধবার সকালে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও বাংলাদেশ রেলওয়ে ঢাকা’র ডিসি মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ, রেল পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে শহরের ভানুগাছ সড়ক এলাকায় শুরু করেন উচ্ছেদ অভিযান। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানসহ পাকা ও টিনের তৈরী স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। উচ্ছেদ অভিযানের সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মাহমুদুর রহমান মামুন উপস্থিত ছিলেন।