টঙ্গীতে চার ভুয়া ডিবি সদস্যকে আটক করেছে পূর্ব থানা পুলিশ। এরা হলো-স্বপন শেখ, রাজীব চৌধুরী, খোরশেদ আলম ও রাশেদুল ইসলাম। সোমবার দিবাগত রাত দেড়টায় মরকুন মধ্য পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বহুদিন যাবত ওই চক্রটি টঙ্গীসহ গাজীপুরের বিভিন্ন স্থানে ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে জনগনের কাছ থেকে নগদ টাকা ও মুল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছিল। সোমবার রাতে তারা টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় লোকজনকে বিভিন্ন ধরনের মামলার ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় খবর পেয়ে পুলিশ মরকুন মধ্যপাড়া এলাকা থেকে চারজনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভুয়া ডিবির অপর এক সদস্য পালিয়ে যায়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি ওয়াকিটকি ও চারটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, চারজন ভুয়া ডিবি সদস্য আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।