আপন জুয়েলার্সের মালিকদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুই বছর পর তাদের আবার জিজ্ঞাসাবাদ করতে চাইছে দুর্নীতি দমন কমিশন। তিন ভাই দিলদার আহমেদ সেলিম, গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস পাঠানো হয়েছে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য মঙ্গলবার জানিয়েছেন।
অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. মোশাররফ হোসেইন মৃধার সই করা পাঠানো পৃথক নোটিসে দিলদার আহমেদ সেলিমকে ২৭ নভেম্বর, গুলজার আহমেদকে ২৮ নভেম্বর এবং আজাদ আহমেদকে ১ ডিসেম্বর দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
আয়কর নথি, দেনা ও ব্যাংক ঋণ সংক্রান্ত নথিপত্র ও দুদকে দাখিল করা সম্পদের আয়ের উৎস সংক্রান্ত কাগজ-পত্রও তাদের আনতে বলা হয়েছে।
দিলদারের ছেলে সাফাত আহমেদের বিরুদ্ধে ২০১৭ সালে ধর্ষণের মামলা হলে তা নিয়ে আলোচনার মধ্যে তার বাবা-চাচাদের সম্পদের খোঁজে নামে দুদক।
এরপর ২০১৭ সালের ১৮ অক্টোবর দিলদারদের তিন ভাইকে তলব করেছিল দুদক। তখন তারা সময় চেয়ে কমিশনে আবেদন পাঠান। এরপর তারা অন্যান্য মামলায় কারাগারে থাকায় জিজ্ঞাসাবাদ করা যায়নি বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।
আপন জুয়েলার্সের মালিকদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করেছিলেন দুদকের উপ-পরিচালক এস এম আখতার হামিদ ভূঞা। পরে অনুসন্ধান কর্মকর্তা বদল হলে মোশাররফ হোসেইন মৃধা পান দায়িত্ব।
দিলদার আহমেদ ও তার ভাইদের বিরুদ্ধে চোরাইপথে সোনা আমদানি এবং মজুদের অভিযোগও উঠেছিল। তখন রাজধানীতে আপনের পাঁচটি বিক্রয় কেন্দ্র থেকে সাড়ে ১৩ মণ সোনা ও ৪২৭ গ্রাম হীরা আটক করে সেগুলোর বৈধ পথে আমদানির কাগজপত্র দেখাতে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
কয়েক দফা সময় দিয়ে আটক করা সোনা আমদানির পক্ষে যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় জুনের শুরুতে সেগুলো জব্দের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ব্যাংকে জমা দেয় শুল্ক অধিদপ্তর।