আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এএসআই মোকাদ্দেস হোসেন অভিযান চালিয়ে সিসি-৮৩/১২ আসামি ঠাকুরাবাদ গ্রামের মৃত সূর্যকান্ত সরদারের পুত্র প্রবোধ কুমার সরদারকে গ্রেফতার করেন। এএসআই মিলন হোসেন পৃথক অভিযানে সিআর-৭৭/১৯ ও জিআর-১৩৯/১৩ আসামি রাজাপুর গ্রামের উজির আলি গাজীর পুত্র আঃ ছামাদ গাজীকে গ্রেফতার করেন।