ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম গুলোতে চলতি মৌসুমে ধানের ভাল ফলন ও বাজারদর কিছুটা বৃদ্ধির ফলে কুষকের মনে আনন্দের ছোঁয়া লেগেছে। সেই সাথে সোনালী ফসল ঘরে তুলতে অগ্রাহনের শুরুতে এবারে কৃষকদের ঘরে ঘরে বইছে নবান্নের আগমনী বার্তা। আর তাই কালীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে চলছে ডালি কুলা, চালা ও ডোল কেনার ধূম।
উপজেলার কৃষিজীবী মানুষরা যে যেভাবে পারছে ধান কাটা-মাড়াইয়ের প্রস্তুতি নিতে হাট বাজারে ভীড় করছেন গ্রাম বাংলার কৃষাণীদের পছন্দের ডালি কুলা ও ডোল কিনতে। কালীগঞ্জ হাটে কুলা নিতে আসা রামনগর গ্রামের মহিদুর ইসলাম জানান, সামনেই এখন শুরু হয়েছে ধান কাটামারাই ও নবান্ন উৎসব, তাই আগে ভাগেই ধান কাটা-মাড়াইয়ের জিনিস পত্র কিনে রাখলাম। কারন হিসেবে তিনি বলেন কয়দিন পর দাম বাড়বে। ডালি কুলা আর চালন কিনে হাটের বাড়ীর বউ-ঝি কাটামাড়ির কাম করবে তাই ওদের খুশি করতেই আগাম কেনা।
তিনি জানান বাজারে বর্তমানে ধানের মন সাড়ে ৬শ থেকে সাড়ে ৭,শ টাকা। এই দাম থাকলে এবার আর ধানে তেমন লোকসান হবে না। বাশেঁর পন্য বিক্রেতা আব্দুল আজিজ জানান বাঁশের দাম কম তাই এবারে বাঁশের তৈরী কৃষি পণ্যেরও দাম কম, কিন্ত চাহিদা বেশী তবে কারিগর না থাকায় আমরা কৃষি পণ্য বাজারের চাহিদা মত দিতে পারছিনা। আবার কালীগঞ্জ থেকে বাশেঁর পন্য তৈরি করা জিনিস খুবই মান সস্মত বলে এখান থেকে বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে বিক্রি করে । অনেকে পাইকারি দরে কিনে নিয়ে যাচ্ছে ট্রাক ভোরে। বাজারে ক্রেতাদের রয়েছে বেশ ভীড়।