ঝিনাইদহ কালীগঞ্জে গরু চোর চক্রের দৌরত্ব বৃদ্ধি পেয়েছে। উপজেলায় বেশ কিছুদিন ধরে সংঘবদ্ধ গরু চোরের আনাগোনায় অতিষ্ট এলাকাবাসি। উপজেলার বাকুলিয়া গ্রামের আলহাজ গফুর বিশ্বাসের ছেলে আলাউদ্দিনের গোয়াল ঘর থেকে ৪টি গরু সোমবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র চুরি করে নিয়ে যায়।
আলাউদ্দিন বিশ্বাস ৪টি গরু পালন শুরু করে। গরু চুরি হওয়ায় পরিবারটি কিভাবে হালের চাষ করবে এই ভেবে দিশেহারা হয়ে পড়েছে। যার আনুমানিক মুল্য প্রায় ৩ লাখ টাকা। এর কয়েকদিন আগে একই গ্রাম থেকে আব্দুস সাত্তারের ৪ টি গরু চুরি হয় যার মুল্য প্রায় ৩ লাখ টাকা। অপর দিকে আব্দুর রহমানের পাওয়ার ট্রিলার চুরি হয়। বাকুলিয়া গ্রামে এভাবে চুরির দৌরাত্ব ব্যাপক হারে বেড়ে গেছে। গৃহমালিক ও কৃষকরা তাদের গোয়াল ঘরে গরু রাখতে ভয় পচ্ছে।