রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়ন ছাত্রলীগের স্থগিত রাখা কমিটি কার্যক্রম পূণ:বহাল করা হয়েছে। মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম আকরাম ও সাধারন সম্পাদক শাহ শাফায়েত জামিল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
জানা গেছে, গত ১০ অক্টোবর রুহুল আমিন তারিকুলকে সভাপতি ও মেহেদী হাসান রিপনকে সাধারন সম্পাদক করে ছাওলা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়। এর তিনদিন পর ১৩ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে ওই কমিটির কার্যক্রম স্থগিত করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক। মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের প্যাডে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটির কার্যক্রম আবারো বহান করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম আকরাম ও সাধারন সম্পাদক শাহ শাফায়েত জামিল।
উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালমান ইকবাল সান এ তথ্য নিশ্চিত করেন।