নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার দৌলখাঁড় উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দৌলখাঁড় ইউনিয়ন আ'লীগ আহ্বায়ক আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ'লীগ সভাপতি রফিকুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ, দৌলখাঁড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম ভূঁইয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগ সহসভাপতি শাহজাহান ভূঁইয়া, নাঙ্গলকোট পৌর আ'লীগ সভাপতি ও সাবেক মেয়র মনিরুজ্জামান খাঁন, উপজেলা আ'লীগ সদস্য ও ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির, উপজেলা আ'লীগ দপ্তর সম্পাদক শাহ্ খোরশেদ আলম মজুমদার, দৌলখাঁড় ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল হাশেম ভূঁইয়া মানিক, দৌলখাঁড় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রুবেল মোল্লা প্রমূখ।
সম্মেলনে প্রকাশ্য ভোটে সৈয়দ সাইফুর রহমান বাবলুকে দৌলখাঁড় ইউনিয়ন সভাপতি ও সাবেক মেম্বার জামাল উদ্দিন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।