গফরগাঁওয়ে লবণ ও পেঁয়াাজসহ নিত্য প্রয়োাজনীয় দ্রব্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখার লক্ষে বাজার মনিটরিং ও নিষিদ্ধ পলিথিনমুক্ত ময়মনসিংহ বিভাগ গড়ার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। গত সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও ১ম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুব উর রহমান পৌর শহরের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান ও সালটিয়া হাট বাজারে এ মোবাইল কোট পরিচালনা করেন । এসময় বিভিন্ন পণ্যের উপর ৫জন ব্যবসায়ীকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব উর রহমান বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং কোনো অসাধু ব্যবসায়ী যদি কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।