কুষ্টিয়ার দৌতপুরে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে আয়োজিত প্রস্তুুতি সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান মোঃ সাক্কির আহমেদ, সেনালী খাতুন আলেয়া, এসিল্যান্ড মোঃ আজগর আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডা: কামাল হোসেন দবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার দৌলতপুর শিল্পকলা একাডেমীর সেক্রেটারী প্রভাষক মো: আমিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ অরবিন্দু পাল, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), মোঃ আহসানুল হক। এ প্রস্তুুতি সভায় দিবসটি যথাযথ ভাবে পালনের লক্ষে সিদ্ধান্ত গৃহিত হয়। এ সভায় সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।