নড়াইলে মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব দুলাল কৃষ্ণ রায়ের মতবিনিময় করার কথা ছিল। পল্লী উন্নয়ন বোর্ড সদর উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। কিন্তু মুক্তিযোদ্ধারা সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে না আসায় মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক তাদের বোঝানোর চেষ্টা করেন। তিনি জানান, ফেরির কারণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব স্যারের নড়াইলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে। আগামি শুক্রবার ২৯ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব দুলাল কৃষ্ণ রায় বলেন, ঢাকা থেকে আসার পথে ফেরির জন্য অপেক্ষা করতে হয়েছে। তাই যথাসময়ে নড়াইলে পৌঁছাতে পারিনি। এজন্য দুঃখ প্রকাশ করছি।