বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম প্রণীত ‘গণমুখী পুলিশিং: বরিশাল রেঞ্জ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর কাশিপুর এলাকার রেঞ্জ ডিআইজি অফিসে এ বইয়ের মোড়ক উন্মেচন করা হয়।
রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেন, আমি যোগদানের পর থেকেই এ অঞ্চলে গণমুখী পুলিশিং ব্যবস্থা করার চেষ্টা করছি। আমরা মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণ ও সমাজের স্বাভাবিক ধারায় ফিরিয়ে নেওয়ার যে কাজ করছি তা গোটা বাংলাদেশে নেই। তাই এটা নিয়ে আমরা অর্থাৎ বরিশাল রেঞ্জ উদাহরণ হয়ে থাকবে। বিট পুলিশিং ব্যবস্থা ঢাকার পরে বরিশালে রেঞ্জেই আমরা প্রথম চালু করেছি। এরমধ্যদিয়ে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এহসান উল্ল্যাহসহ বিভাগের ছয় জেলার পুলিশ সুপারসহ সুশীল ও সাংবাদিক সমাজের নেতৃবৃন্দরা।
জানা গেছে, ‘গণমূখী পুলিশিং: বরিশাল রেঞ্জ’ নাম ২৩৮ পৃষ্ঠার বইটিকে মোট ২৪টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। বইটিতে পুলিশি সেবাকে জনগণের দোঁরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সমাজকে সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রচলিত আইনের প্রয়োগের পাশাপাশি বিট পুলিশিং, উঠান বৈঠক, কমিউনিটি পুলিশিং, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং, পরিবহন কমিউনিটি পুলিশিংসহ বিভিন্ন গণমূখী পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।