গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়, সমবেদনা জ্ঞাপন ও নগদ অর্থ প্রদান করলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
গত ২৫ নভেম্বর (সোমবার) রাত সাড়ে ৭ টায় উপজেলার নাকাইহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগস্থ্য ১ শ ২৬ জন ব্যবসায়ীদের সঙ্গে সমবেদনা জ্ঞাপন ,মতবিনিময় ও ক্ষতিগ্রস্থ্যদের সহায়তা হিসেবে নগদ ১ হাজার করে টাকা প্রদান করেন। এ উপলক্ষে আকশ্মিক ভাবে নাকাইহাট বনিক সমিতির সভাপতি নুর আলম সরকার এর সভাপতিত্বে মতবিনিময়, সমবেদনা জ্ঞাপন ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের প্রধান, হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী সাজু, সাপমারা ইউ’পি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক শাকিল আকন্দ বুলবুল ,হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সবদের আলী সরকার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাদল ,নাকাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখছেদুল ইসলাম রিপন, গাইবান্ধা জেলা পরিষদের সদস্য আবদুল হান্নান আজাদ, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হামিদুল ইসলাম, আবদুল হান্নান প্রমূখ।
উল্লেখ্যঃ গত ২০ নভেম্বর দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নাকাইহাটে বিভিন্ন প্রকার ১ শ ২৬ টি দোকান পুড়ে ভশ্মিভূত হয়। ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা প্রথম সহায়তা পেল।