সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক শফিকুল ইসলাম বুলেট হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগে যোগদান করায় ২৬ নভেম্বর বুলেটের মৃত্যুবার্ষিকীতে বুলেটের কবরে ফুল দিতে গিয়ে এলাকাবাসীর তোপের মুখে পরেছেন উপজেলা ও পৌর ছাত্রলীগ নেতারা।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, চারদলীয় জোট সরকারের আমলে বিএনপি-জামাতের ক্যাডারদের নির্মম হত্যাকান্ডের স্বীকার শফিকুল ইসলাম বুলেটের মৃত্যুবার্ষিকী ছিলো মঙ্গলবার। এরইমধ্যে গত জাতীয় সংসদ নির্বাচনের সময় উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার হাত ধরে বুলেট হত্যা মামলার এক নাম্বার আসামি নয়ন প্যাদাকে আওয়ামী লীগে যোগদান করানো হয়। ফলে মঙ্গলবার সকালে বুলেটের মৃত্যুবার্ষিকীতে উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা হরিসেনা গ্রামে শায়িত বুলেটের কবরে শ্রদ্ধা নিবেদন করতে আসলে বিক্ষুদ্ধ এলাকাবাসী বাঁধা প্রদান করেন।
নিহত বুলেটের ছোট ভাই গৌরনদী পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ মানিক জানান, যেই ফুল দিয়ে ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম বুলেট হত্যা মামলার আসামীকে আওয়ামী লীগে যোগদান করানো হয়েছে, সেই ফুলের মালা নিহত বুলেটের কবরে দিয়ে বুলেটকে আর অপমানিত করতে চায় না এলাকাবাসী। তাই ছাত্রলীগ নেতাকর্মীদের অনুরোধ করা হয়েছে বুলেট হত্যা মামলার বিচার না হওয়া পর্যন্ত যেন বুলেটের কবরে ফুল দেওয়া না হয়।