কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর বাজারে সকাল ১১টায় কমাশিয়াল এনআরবি ব্যাংকের ৮১ তম স্পেশাল শাখা উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মিয়া। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব মোঃ আফজাল হোসেন, এনআরবি ব্যাংকে চেয়ারম্যান তমাল পারভেজ, বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ছারওয়ার আলম, এনআরবি ব্যাংকের পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী মামুন, নিকলীর সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা নুরুল হক, আব্দুল কাদির মাস্টার, এ,কে,এম মুস্তাফিজুর রহমান ও মোঃ মুক্তার হোসেন।