গাইবান্ধার সুন্দরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে।
জানা গেছে, তিস্তা নদীর ভাঙ্গনে বাস্তহারা মানুষের মাথা গোজার ঠাঁই হিসাবে সরকার আশ্রয়ণ প্রকল্প চালু করেন। এরই ধারা বাহিকতায় উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাশিয়া মৌজায় একটি ১শ পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্পে ঘর নির্মাণ করা হয়। প্রকল্পের ঘর নির্মিত হলে স্থানীয় জন প্রতিনিধিদের সমন্বয়ে নদীভাঙ্গন কবলিত পরিবার, প্রকৃত ভূমিহীন ও বাস্তহারা মানুষের মাঝে বন্টনের নিয়ম থাকলেও ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন আহম্মেদ, ইউপি সদস্য হিরু মিয়া, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার সাজেদা বেগমসহ আওয়ামী লীগ নেতা দুলু ও চেয়ারম্যানের চাচাতো ভাই আয়নাল, নদীর পশ্চিম পাড়ের কাইম এলাকার প্রভাবশালী অর্থ-বিত্তশালী লোকদের নিকট হতে ঘর পাইয়ে দেয়ার জন্য জনপ্রতি জনপ্রতি মোটা অংকের উৎকোচ গ্রহণ করে তাদের নামে এক/একাধিক ঘর বরাদ্দ দেন। উল্লেখ যে, ঘর পাওয়া ওই ব্যক্তিরা আশ্রয়ণ প্রকল্পে আশ্রিত হিসাবে সরকারের দেয়া ঋণ গ্রহনের অপেক্ষায় রয়েছেন। তারা কেহ আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে না। দু-চার জন ব্যক্তি লোক দেখানোর জন্য সকালে নৌকায় পার হয়ে আশ্রয়ণ প্রকল্পে গেলেও সন্ধ্যায় তারা পার হয়ে পশ্চিম পাড়ের পূর্বের বাড়ীতে ফিরে রাত্রি জাপন করেন। যতদিন পর্যন্ত ঋণ পাননি ততক্ষণ পর্যন্ত তারা প্রকল্পে আশ্রিত। ঋণের টাকা পেলেই তারা ঘর বিক্রয় করবে বলে জানা গেছে। বাদামের চর এলাকার নদীভাঙ্গনে সর্বস্ব হারিয়ে বাস্তহারা ফরিদা বেগম বয়স ৪০, হাসিনা বেগম বয়স ৩৫, হামিদা বেগম বয়স ৪৫, মুসলিম আলী বয়স ৬৬, মাহাবুব বয়স ৩০, জয়নাল বয়স ৩৫ সহ আবেদনকারী ৪৫ জন সুবিধা বঞ্চিতরা জানান আমরা এই চরে প্রকল্পে ঘর নির্মাণের ৪/৫ বছর আগে থেকে বসবাস করে আসছি। আমাদের নামে ঘর দেয়ার কথা বলে কতৃপক্ষ(আর্মি বাবাজিরা)আশ^স্থ করে আমাদের ঘর-বাড়ী সরিয়ে দিয়ে আশ্রয়ণের ঘর নির্মাণ করে। ঘর নির্মাণ হওয়ার পর আমাদেরকে না দিয়ে স্থানীয় প্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার ও তাদের আবডালিরা টাকার বিনিময়ে নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিত্তশালী পরিবার ও নিজ আতœীয়-স্বজনদের মাঝে বরাদ্দ দেন। এতে করে প্রকৃত নদীভাঙ্গা অসহায় চরাঞ্চলের ছিন্নমূল মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এব্যাপারে নদীভাঙ্গা বাস্তহারা বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমানসহ ৪৪ জন অসহায় মানুষ আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দের পূনঃ তদন্ত সহ তাদের মাঝে ঘর বরাদ্দের দাবি জানিয়ে গত রবিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন। এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান অনিয়মের অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে কোন অর্থ-বিত্তশালী যদি ঘর পেয়ে থাকে তার বরাদ্দ বাতিল করে প্রকৃত বাস্তহারাদের মাঝে বরাদ্দ দেয়ার ব্যবস্থা করা হবে।