রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক চাপায় জাকির হোসেন (৩৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক হারুন অর রশিদ নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন বহরপুর ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের মাজেদ হোসেনের পুত্র।
বালিয়াকান্দি থানার এসআই বদিয়ার রহমান জানান, বিকেলে ৩টার দিকে রাজবাড়ী থেকে বালিয়াকান্দি গামী ঝিনাইদহ-ট-১১-০৪৯৭ ট্রাকটি দ্রুত গতিতে বাজার পার হচ্ছিল। এ সময় পার্শ্ব সড়ক থেকে জাকির হোসেনের ভ্যানটি সড়কে উঠলে ট্রাকে চাপা খায়। এ সময় মুমুর্ষ হয় জাকির হোসেনকে বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগে নেয়। অবস্থার অবনতি হলে ফরিদপুরে রেফার্ড করা হয়। ফরিদপুর নেবার পথে তার মৃত্যু হয়। স্থানীয় জনতা ট্রাক চালককে ধরে পুলিশে সোপর্দ করেছে।
এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রমে প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।