গত ৩ দিন ধরে শীতের শহর শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। মঙ্গলবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.৪ ডিগ্রি। ঢাকা আবহাওয়া অফিস সুত্রে এ তথ্য পাওয়া গেছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, গত ২৩ নভেম্বর শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ১৪ ডিগ্রি এবং ২৫ নভেম্বর দেশের সর্বনিম্ন ১৪.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এটিই ছিল চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
শ্রীমঙ্গলে শীত পড়লেও দিনের বেলায় কিছুটা গরম অনুভুত হচ্ছে। তবে চা- বাগান এলাকাগুলোতে শীত একটু বেশি অনুভুত হচ্ছে। তাপমাত্রা ১৪/১৫ ডিগ্রিতে নেমে আসলেও শীতের তীব্রতা তেমন নেই বললেই চলে।
শীতের আগমনী বার্তার সাথে সাথে বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রুপ। রাতে কুয়াশাচ্ছন্য থাকে চা- বাগানসহ পুরো উপজেলা।
এদিক শীত শুরুর সাথে সাথে শ্রীমঙ্গলের বাইক্কা বিলসহ চা-বাগান লেক, বিল, জলাশয়ে অতিথি পাখি আসতে শুরু করেছে। এ তথ্য জানিয়েছেন শ্রীমঙ্গলের হাইল-হাওরের বড় গাঙিনা সম্পদ ব্যবস্হাপনা সংগঠনের সাধারন সম্পাদক মো. মিন্নত আলী।