আদালতের নির্দেশের পরও আমদানি করা ফলের কেমিক্যাল পরীক্ষার জন্য স্থলবন্দরগুলোতে কেমিক্যাল টেস্টিং ইউনিট রাসায়নিক পরীক্ষার কেন্দ্র স্থাপন না করার বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আগামী ৫ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ডকে এনবিআর এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে ফলমূলে ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ বন্ধে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ এইচআরপিবি এর করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি রায় দেন। বন্দরে কেমিক্যাল টেস্টিং ইউনিট বসাতে রায় বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যানকে নির্দেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে রিট মামলাটি চলমান (কন্টিনিউ মেন্ডামাস) রাখার নির্দেশ দেন। রায় অনুসারে, আমদানি করা ফলমূলে রাসায়নিকের মাত্রা পরীক্ষার জন্য দেশের বিভিন্ন স্থলবন্দরে কেমিক্যাল টেস্টিং ইউনিট বসাতে এনবিআর’কে গত ২২ অক্টোবর দুই সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়। তবে সেই আদেশ পুরোপুরি বাস্তবায়ন না করায় ব্যাখ্যা তলব করেন আদালত। আমরা জানি না এনবিআর’র পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। তবে আদালতে ব্যাখ্যা দিলে বিষয়টি ভালোভাবে জানা যাবে।
মূলত রাসায়নিকসহ ঝুঁকিপূর্ণ পণ্য পরীক্ষার সক্ষমতা নেই দেশের কোনও শুল্ক স্টেশনেরই। আমদানি-রফতানি বাণিজ্যের ৯২ ভাগ চট্টগ্রাম বন্দর দিয়ে হলেও সেখানে কাস্টমস ল্যাবরেটরির সার কিংবা কীটনাশক পরীক্ষার সক্ষমতা নেই। মংলা সমুদ্রবন্দরের ল্যাবেও নেই তরল আলাদা করার প্রয়োজনীয় সরঞ্জাম এইচপিএলসি মেশিন। সোডিয়াম, পটাশিয়ামসহ বিভিন্ন ধাতুর উপস্থিতি নির্ণয় করার গুরুত্বপূর্ণ মেশিনটি নেই দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে। অথচ দেশের সব স্থল ও সমুদ্রবন্দরে অত্যাধুনিক রাসায়নিক পরীক্ষাগার নির্মাণ করার ব্যাপারে নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট। ছয় মাসের মধ্যে কেমিক্যাল টেস্ট ইউনিট সিটিইউ স্থাপন করতে সময়সীমাও বেঁধে দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। কিন্তু এই সময়সীমা অতিক্রমের ছয় মাস পরও ফল পরীক্ষার ক্ষুদ্র মেশিন সিটিইউও বসেনি দেশের ২৩ শুল্ক স্টেশনের কোনো প্রবেশদ্বারেই। যে কাজটি কর্তৃপক্ষের স্বপ্রণোদিত হয়ে করা উচিৎ ছিল কিন্তু করেনি। এরপর আদালতের আদেশ পাওয়ার পর ব্যর্থতা স্বীকার করে নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করা জরুরি হলেও আদতে কোনও উদ্যোগই দেখা যায়নি।
পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা যায়, হাইকোর্টের নির্দেশনার পর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত বছরের আগস্টে সংশ্লিষ্ট সব স্থল ও সমুদ্রবন্দরে নির্দেশনা পাঠায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ নির্দেশনায় অত্যাধুনিক ল্যাব করতে কোন বন্দরে কী প্রয়োজন হবে, জনবল কত লাগতে পারে তার একটি হিসাব চাওয়া হয়। প্রত্যেকটি বন্দর থেকে এই হিসাব পাঠানো হলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি সে সিদ্ধান্ত। এটি সরকারি প্রতিষ্ঠানগুলোর গড়িমসিরই একটি নমুনা।
তরল পণ্যের আড়ালে মাদক বা অন্য কোনো রাসায়নিকের মিশ্রণ আছে কি-না সেটি নিশ্চিত করে হাইপারফরম্যান্স লিকুইডি ক্রোমাটোগ্রাফি এইচপিএলসি মেশিন। ছবিসহ যে কোনো পদার্থের প্রিন্ট দেখা হয় ট্রাইনোকুলার মাইক্রোস্কোপ দিয়ে। আবার সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামসহ বিভিন্ন ধাতুর উপস্থিতি ও পরিমাণ জানা যায় ইনচার এ ক্রোমাটোগ্রাফি মেশিন দিয়ে। কিন্তু প্রয়োজনীয় এসব সরঞ্জাম নেই দেশের বন্দরগুলোতে। বিজ্ঞানের এই যুগে এসে এধরণের অক্ষমতা গ্রহণযোগ্য নয়। দেশকে যখন ডিজিটাল বলা হচ্ছে, আধুনিকায়নের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে, তখন জনস্বাস্থের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উদাসীনতা কোনভাবেই কাম্য নয়। উচ্চ আদালতের হস্তক্ষেপের পরও বিষয়টির সুরাহা না হওয়া সত্যিই দুঃখজনক। আমরা আশা করি, দ্রুত এই ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ দেখা যাবে।