কুড়িগ্রামর জেলার চর রাজিবপুর উপজেলা পরিষদের আয়োজনে সোমবার বেলা ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ ইং বাস্তবায়নের লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়। চর রাজিবপুর উপজেলা পরিষদের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সেমিনারে ভোক্তা অধিকার ্আইন নিয়ে বিষদভাবে আলোচনা করেন চর রাজিবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: মেহেদী হাসান। সেমিনারে বিশেষ অতিথি হিসেনে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ও জায়েদা আমীন। বক্তব্য রাখেন রাজিবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: ইউনুছ আলী, রাজিবপুর মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ আজিম উদ্দিন,রাজিবপুর থানা কর্মকর্তা ইনচার্জ রবিউল ইসলাম,চর রাজিবপুর বিএম কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল ও সেনেটারী ইন্সেপেক্টর মো: ফুলছের আলী প্রমুখ। সেমিনারে সকল জিও এনজিও কর্মকর্তা ছাড়াও জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।