ইন্দুরকানীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইন্দুরকানী উন্নয়ন ফোরামের আয়োজনে পত্তাশী ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ইন্দুরকানী উপজেলা উন্নয়ন ফোরামের মুখপাত্র সাংবাদিক মোঃ আহাদুল ইসলাম (শিমুল) এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকরামুল কবির মজনু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ¦ আঃ খালেক গাজী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফায়জুল কবির, ইন্দুরকানী বাজার বণিক সমিতিরি সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান (সোহাগ) প্রমুখ। মানববন্ধনে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২০০৮ সালের জুন মাসে এ হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হলে একই বছর নভেম্বর মাসে হাসপাতালটির আউটডোর চালু করা হয়। কিন্তু একযুগ পেরিয়ে গেলেও হাসপাতালটির ইনডোর চালু না হওয়ায় এ উপজেলার লক্ষাধিক মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। ৩১ শয্যা বিশিষ্ট তিনতলা হাসপাতাল ভবন সহ আবাসিক ভবন থাকার পরও আবারও ২০শয্যা বৃদ্বির কাজ চলছে তবুও চালু হচ্ছে না এ স্বাস্থকমপ্লেক্্রটি। প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও ষ্টাফ থাকার পরও পানি সংকট সহ নানা অজুহাতে একযুগেও অজ্ঞাত কারণে কর্তৃপক্ষ চালু করতে ব্যর্থ হচ্ছে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রটি। হাসপাতালের বেড বাড়লেও কার্যত সে বেড রোগীদের কোন কাজে আসছে না। বর্তমানে কমপ্লেক্সটির চারতলাভবনের নির্মাণ কাজ শেষের দিকে। উপজেলাবাসীর প্রাণের দাবি দ্রুত হাসপাতালটি চালু করা হোক।