ফেইসবুকে লেখালেখি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে কুমিল্লার হোমনায় এক প্রধান শিক্ষককে রাতের অন্ধকারে পিটিয়ে আহত করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত এটিএম আবদুল মতিন উপজেলার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। সোমবার রাতে রামকৃষ্ণপুর বাজার থেকে ভাড়াটিয়া বাসায় যাওয়ার পথে পূর্ব আড়ালিয়া এলাকার জনৈক হাক্কু মিয়ার পুকুরের পশি^ম পাড়ে এ ঘটনা ঘটে।
তার আহতের খবর পেয়ে ইউএনও তাপ্তি চাকমা ও ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী তাৎক্ষণিকভাবে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান এবং তার চিচিৎসার খোঁজ-খবর নেন। এ ঘটনায় ওই রাতেই তিনি নিজে বাদি হয়ে ৮ জন নামীয় এবং অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে হোমনা থানায় একটি মামলা দায়ের করেছেন। রাতে আভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার কোর্টের মাধ্যমে আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে এবং আহত প্রধান শিক্ষক আবদুল মতিন জানান, গত কয়েক মাস পূর্ব থেকে আসামীগণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য প্রকাশ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে। তিনি বিভিন্ন সময় এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। ২৫ নভেম্বর সোমবার রাত সাড়ে আটা টার দিকে তিনি তার এক সহকারি শিক্ষককে নিয়ে রামকৃষ্ণপুর বাজার থেকে তার ভাড়াটিয়া বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে আড়ালিয়া এলাকার জনৈক হাক্কু মিয়ার পুকুরের পশি^ম পাড়ে পৌঁছলে পূর্ব বিরোধের জের ধরে আসামিরা দলবদ্ধ হয়ে ধারালো অস্ত্র, হকি স্টিক ও লোহার রড নিয়ে তাদের পথরোধ করে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এতে তার মাথা, হাত-পা এবং শরীরের বিভিন্ন স্থানে কাটা ও জখম হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার আর্তচিৎকারে আশে পাশের লোকজন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার মোল্লা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ওই দিন রাতেই তিনি নিজে বাদি হয়ে হোমনা থানায় মামলা দায়ের করলে পুলিশ তিন জনকে গ্রেফতার করে মঙ্গলবার কোর্টের মাধ্যমে কারাগারে পাঠায়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার মোল্লা বলেন, প্রধান শিক্ষক আবদুল মতিনকে দুর্বৃত্তরা আক্রমণ করেছে শুনেই আমি লোকজন নিয়ে দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করাই।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, কিছুদিন পূর্বে কেউ কেউ প্রধান শিক্ষক আবদুল মতিনের বিরুদ্ধে ফেইসবুকে লেখালেখি করেছে। এ নিয়ে তার সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। অধিকতর তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশের অভিযান অব্যাহত আছে। তিন জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।