বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি ডক্টর খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) বলেছেন, জরিমানা ও কাউকে হয়রানির জন্য ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ করা হয়নি। সড়কে শৃঙ্খলা ফেরাতে এ আইন করা হয়েছে। আমি মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের বলব, স্বাগত ও ধন্যবাদ জানিয়ে যানবাহনের কাগজপত্র যাচাই করতে। প্রথমে যানবাহন থামানোর জন্য স্বাগত জানাতে হবে। কাগজপত্র যাচাইবাচাইয়ের জন্য পুলিশকে সময় দেয়ার জন্য চালকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাতে হবে। কাউকে কোনো ভাবে হয়রানি করা যাবে না। আর নিজের নিরাপত্তার জন্য সড়ক আইন মেনে চলতে হবে। কারণ একটি দুর্ঘটনা, সারাজীবনের কান্না।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ‘ই-ট্রাফিক প্রসিকিউশন এবং ফাইন পেমেন্ট সিস্টেম’ সফটওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খুলনা রেঞ্জ ডিআইজি মহিদ উদ্দিন আরো বলেন, চালক ও সংশ্লিষ্টদের জরিমানা করে সরকার রাজস্ব বাড়াতে চায় না। জরিমানা দিয়ে সরকার পদ্মা সেতু বানাবে না। এই টাকা দিয়ে সরকার ধনী হতে চায় না। এই আইন করা হয়েছে যাতে কোন ধরণের জরিমানা না দিতে হয়। সবাই যেন আইন মেনে চলি। আইন কখনও মানুষের অকল্যাণের জন্য করা হয় না। এই আইন আমার, আপনার, জনসাধারণ, যাত্রীসাধারণ, চালক, শ্রমিকসহ সব মানুষের কল্যাণে করা হয়েছে। নতুন সড়ক নিরাপত্তা আইনের অনেক ধারাই ইতিবাচক। তাই চালক, হেলপারসহ সংশ্লিষ্টদের অহেতুক আতঙ্কিত না হয়ে যথাযথ ভাবে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন তিনি।
মোটরসাইকেল ব্যবহারকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, হেলমেটছাড়া কাউকে রাস্তায় নামতে দেয়া হবে না। কারণ, দুর্ঘটনা ঘটলে মাথা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়। শরীরের অন্য অংশের চেয়ে মাথাটা যেহেতু ভারি ও স্পর্শকাতার, তাই মাথায় গুরুতর আঘাত লাগে। অনেক সময় সাধারণ ভাবে মাথার চিকিৎসা দেয়া সম্ভব হয় না। অনেক টাকা-পয়সা ব্যয় করেও ভালো চিকিৎসা পাওয়া যায় না। তাই সুস্থ, সুন্দর ও নিরাপদে স্ত্রী, সন্তান এবং পরিবার-পরিজনের কাছে ফিরে যেতে মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরতে হবে। যে ব্যক্তি মোটরসাইকেল চালাবেন, শুধু তার মাথায় হেলমেট পরলেই হবে না। যিনি মোটরসাইকেলে চড়বেন তারও হেলমেট পরতে হবে।
ই-ট্রাফিক প্রসিকিউশন এবং ফাইন পেমেন্ট সিস্টেম সফটওয়ার উদ্বোধন প্রসঙ্গে ডক্টর খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) বলেন, খুলনা রেঞ্জের ১০ জেলার জন্য আজ থেকে (সোমবার) যে পজ মেশিন ব্যবহারের উদ্বোধন করা হলো সেটি ডিজিটাল সিস্টেম। এখানে সব ধরণের তথ্য থাকবে। এই তথ্য প্রধান সার্ভারেও সংরক্ষিত থাকবে। আইন ভঙ্গকারীকে দ্বারে দ্বারে ঘুরতে হবে না। কোনো প্রকার হয়রানির শিকার হবে না। সাথে সাথে জরিমানার টাকা দিয়ে দায় মুক্ত হতে পারবেন। যেহেতু সকল তথ্য অনলাইনে থাকবে, তাই জরিমানাকারীও কোনো প্রকার দুর্নীতি করতে পারবেন না। এ ছাড়া ট্রাফিক পুলিশের শরীরে ক্যামেরা চালুরও ব্যবস্থা করা হবে।
খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এ কে এম নাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় পিপিএম, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেখ মশারেফ হোসেন, মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহবুল আলম সানা, বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম মন্টু, বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এবং জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি রেজাউর রহমান মন্টু, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), যশোরের পুলিশ সুপার মঈনুল হক বিপিএম (বার), ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম, মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান পিপিএম, কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম (বার), চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলি, আরআরএফ খুলনার কমান্ড্যান্ট (এমপি) তাসলিমা খাতুন, পিটিসি খুলনার পুলিশ সুপার শুক্লা সাহাসহ খুলনা বিভাগের ১০ জেলার পুলিশের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, বাস শ্রমিক, চালক, হেলপারসহ বিভিন্ন পেশার মানুষ।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, এসইভিপি অ্যান্ড হেড অব এমএফএস ডিভিশন এটিএম তাহমিদুজ্জামান, এফএভিপি এমএফএস ডিভিশন হাসান মোহাম্মাদ জাহিদ, গ্রামীণ ফোনের লিড ম্যানেজার হেলাল উদ্দিন আহম্মেদ ও হেড অফ কর্পোরেট বিজনেস নাসার ইউসুফ। এদিকে অনলাইনে জরিমানা পরিশোধের জন্য সিস্টেমগত সহযোগিতার জন্য গ্রামীণফোন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
অন্যদিকে, ‘নিরাপদ সড়ক চাই’ বাগেরহাট জেলা শাখার উপদেষ্টা লিটন শিকদারের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।