গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামে একটি খাসজমি দীর্ঘদিন যাবৎ স্বাধীনতা বিরোধী পরিবারের নামে লিজ দেয়া এবং ঐ জমিতে ১৪টি দোকান ঘর অন্য ব্যক্তিদের নিকট হস্তান্তর করে লিজ গ্রহনকারীরা প্রায় ৩৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছে একই গ্রামের বীর মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসী। এই অভিযোগ পত্রে ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে জানিয়েছেন সংশ্লিষ্টদের ।
অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের (ইঞ্জিনিয়ার) জানান, গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামের স্বাধীনতা বিরোধী মৃত গোলাম মওলা চিশতির স্ত্রী মোছাঃ ফাতেমা বেওয়া, পুত্র মোঃ গোলাম রব্বানী চিশতি, নাতি মোঃ রনি চিশতি ও মোঃ রকি চিশতির নামে ভিপি কেস নং ১৮৮/৮৬ (ম: ফ:) ও ভিপি কেস নং ৩০/৭১ (ম: ফ:) ৭১ শতক জমি সরকারের নিকট থেকে লিজ গ্রহন করে। লিজ গ্রহিতারা তাদের পরিবার কর্তার অপকর্ম সমুহ গোপন রেখে এ কাজটি করেছে। জমি লিজ নেয়ার পর লিজের শর্ত ভঙ্গ করে ঐ জমিতে বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে দোকান ঘর এলাকার ব্যবসায়ীদের নিকট বরাদ্দ দিয়ে প্রায় ৩৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। শুধু তাই নয় গোটা জমিই এখন অন্যকে বরাদ্দ দেয়ার জন্য পাশর্^বর্তি নদী থেকে রাতের আধারে ডেজিং মেশিনে বালু উত্তোলন করে ভরাট করেছে। ড্রেজিংকালে জমির অতিরিক্ত পানি উছলে পাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে প্রবেশ করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। স্বাধীনতা বিরোধী এই পরিবারটি দেশের কোন আইনের তোয়াক্কা না করেই এলাকায় প্রভাব খাটিয়ে এ ধরনের নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। গ্রামে এই পরিবারটি প্রভাবশালী হওয়ায় এলাকার কেউই তাদের প্রতিবাদ করতে সাহস করে না। বর্তমানে স্বাধীনতার স্বপক্ষের শক্তি সরকারের ক্ষমতায় থাকলেও কি করে স্বাধীনতা বিরোধী এ পরিবারটি জমি লিজ পেল তা ক্ষতিয়ে দেখা প্রয়োজন। সেই সাথে সরকারী লিজ জমি অন্যের নিকট হস্তান্তর করে তারা বেআইনিভাবে যে বিরাট অংকের টাকা ব্যবসায়ীদের নিকট হাতিয়ে নিয়েছে তার বিচার দাবী করেন অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের।
এ ব্যাপারে গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগ পাওয়া গেছে। বাদিয়াখালী ইউনিয়ন তহশীলদার অভিযোগের তদন্তও করেছেন, তার প্রতিবেদন পেলেই আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।