পিরোজপুরের নাজিরপুরে প্রাথমিক সমাপনী পরীক্ষার শেষ দিনে গত রোববার দুপুরে শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিমরে মেঝো ভাই মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম বাবুল এ টিফিন বিতরন করেন। তিনি ওই দিন মাটিভাঙ্গার বরইবুনিয়া পরীক্ষা কেন্দ্রের সাড়ে ৩ শত শিক্ষার্থীদের মাঝে খাবারের প্যাকেট ও কলম সহ বিভিন্ন শিক্ষা উপকরন তুলে দেন। এ সময় প্রধান শিক্ষক সুব্রত কুমার রায়, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো.ছিদ্দিকুর রহমান, ছাত্রলীগ নেতা অমিত হাসান সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ওই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা সিরিনা আক্তার জানান, এমন উদ্যোগকে আমাদের মন্ েআনন্দ ও প্রেরনা দিয়েছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল বলেন, শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ পৌছে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।