ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্স শেষে দেশে ফিরছে বাংলাদেশ দল। অথচ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটা হয়েছিল জয় দিয়ে। শুরুর আর শেষের মধ্যে এমন পার্থক্য রেখে দুইভাগে দেশে ফিরছেন ক্রিকেটাররা। কলকাতায় রোববার শেষ টেস্ট ইনিংস ব্যবধানে হারের পর রাতেই দেশের বিমান ধরেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন। বাকিরা ফিরবেন ২৭ নভেম্বর রাতের ফ্লাইটে। ইতোমধ্যে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গেভেল্ট ঢাকায় চলে গেছেন। ওখান থেকে তারা যাবেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়। আর কলকাতা টেস্টের প্রথম দিন শেষেই নিজ দেশ নিউজিল্যান্ডে উড়াল দিয়েছেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়া ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ। সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটারের অনুপস্থিতিতেও শুরুতে ভারতকে চমকে দিয়েছিল সফরকারীরা। প্রথম টি-টোয়েন্টিতে কুড়ি ওভারের ক্রিকেটে ভারতকে প্রথমবার হারানোর স্বাদ নেয় বাংলাদেশ। তারপর থেকেই বিবর্ণ পুরো দল। শেষ দুটি টি-টোয়েন্টিতে হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন দল। তিন ম্যাচের সিরিজটা হেরেছে ২-১ ব্যবধানে। টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজও ভালো কিছু উপহার দিতে পারেনি সফরকারী দল। দুটি টেস্টেই হেরেছে তিন দিন এবং ইনিংসের ব্যবধানে। ইন্দোরে প্রথম টেস্ট ইনিংস ও ১৩০ রানে হারার পর কলকাতায় গোলাপি বলের টেস্টে হেরেছে ইনিংস ও ৪৬ রানে!