ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের শেষ দিন ডান পাঁজরে চোট নিয়ে বের হয়ে গেছেন মাঠ থেকে। বুকের পাঁজরের চোটে শেষ দিন মাত্র এক ওভারই বল করতে পেরেছিলেন বোল্ট। তার চোটের সবশেষ অবস্থা জানতে করা হবে এমআরআই স্ক্যান। প্রথম টেস্ট এক ইনিংস ও ৬৫ রানে জিতেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্ট শুরু হবে শুক্রবার হ্যামিল্টনে। তার পরেই অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হবে কিউইরা। এমন অবস্থায় চোট আক্রান্ত বোল্টকে নিয়ে পরের টেস্টে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। ১৫ সদস্যের দলে তাই বিকল্প হিসেবে রয়েছেন ম্যাট হেনরি ও লকি ফার্গুসন। ২০১৬ সালের পর চোট ছাড়াই খেলতে পেরেছিলেন বোল্ট। মিস করেছেন মাত্র তিনটি টেস্ট। অভিষেকের পরও সেই সংখ্যাটা কম। ৭০ টেস্টের মাঝে মিস হয়েছে মাত্র ৬টি টেস্ট!