ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা দাখিল মাদরাসার ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বিস্কুট বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শিমলা-রোকনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল তার নিজস্ব তহবিল থেকে এ বিস্কুট বিতরণ করেন।
বিস্কুট বিতরণের সময উপস্থিত ছিলেন, পাতবিলা গ্রামের কৃতী সন্তান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম রসুল, পাতবিলা দাখিল মাদরাসা ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আক্কাচ আলী, মাদরাসার সুপার মোঃ শহীদুজ্জামান সহ শিক্ষক কর্মচারীরা।
বিস্কুট বিতরণকালে গোলাম রসুল বলেন, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের ঘোষিত মিড ডে মিল বাস্তবায়নের লক্ষ্যে আমার ব্যক্তিগত তহবিল থেকে খাবার বিতরণের উদ্্েযাগ নিয়েছি। এ ছাড়া আমাদের গ্রাম অঞ্চলের বেশিরভাগ শিক্ষার্থীরা না খেয়ে স্কুল মাদরাসায় চলে আসে। না খাওয়া পেটে তারা দির্ঘ সময় স্কুলে থাকায় অসুস্থ হয়ে পড়ে। যে কারণে লেখাপড়ায় তেমন মনযোগী হতে পারে না। এসব কারণে এখন থেকে শিমলা-রোকনপুর ইউনিয়নে অবস্থিত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এরকম বিভিন্ন শুকনা খাবার বিতরণ করা হবে।