মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে কর্মসূচি প্রণয়নের জন্য উপজেলা প্রশাসনের সভা সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, থানার কর্মকর্তা ইনচার্জ দেলোয়ার হুসেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান, কৃষি কর্মকর্তা রুহুল আমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন আহমেদ সোহাগ, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব অ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিম প্রমুখ। আগামী ১৬ ডিসেম্বর মহান জাতীয় দিবস পালনের জন্য জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এসব কর্মসূচি সুষ্ঠুভাবে পালনের জন্য কয়েকটি উপ-কমিটি গঠিত হয়। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে একই স্থানে আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, কৃষি ঋণ এবং এনজিও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।