মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্দ্যেগে প্রথম ইয়ুথ সামিট ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
যুব রেড ক্রিসেন্ট মুন্সীগঞ্জ জেলা ইউনিটের আয়োজনে ও মুন্সীগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সার্বিক সহযোগীতায় এ সামিট-এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। এ ইয়ুথ সামিটের উদ্বোধন করেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম। মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ মতিউল ইসলাম হিরু, মুন্সীগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য অ্যাডভোকেট সোহানা মহিউদ্দিন, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আখি, মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী।