রংপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বাির্ষক সম্মেলনে আগত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদেরকে স্বাগত জানিয়ে নগরীতে বিশাল শোডাউন করেছে মহানগর জাতীয় শ্রমিক লীগ। সোমবার বিকেলে মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এ এ মজিদের নেতৃত্বে শোডাউনটি বের করা হয়।
বিকেলে নগরীর বেতপট্টিস্থ চাউল আমোদ গলি থেকে ব্যাপক নেতা-কর্মীর অংশগ্রহণে একটি শোডাউন বের করে মহানগর জাতীয় শ্রমিক লীগ। শোডাউনটি নগরীর জাহাজ কোম্পানী, পায়রা চত্বর, সিটি বাজার, পাবলিক লাইব্রেরি টাউন হল মোড়, কাছারি বাজার প্রদক্ষিণ করে।
এসময় শোডাউন থেকে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে আগত নেতাদের স্বাগত জানিয়ে স্লোগান দেয়া হয়। একই সাথে সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী শ্রমিক নেতা এম এ মজিদের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে নগরী।
শোডাউনে মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি কাউন্সিলর রহমত উল্লাহ বাবলা, সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর সৈয়দ মাহবুব মোর্শেদ শামীম, মহানগর জাতীয় মহিলা শ্রমিক লীগের সভাপতি মনজু আরা, সাধারণ সম্পাদক নাজনিন নাহার, সাংগঠনিক সম্পাদক তানজিনা বেগম, প্রচার সম্পাদক জান্নাতুন মাওয়া কাকন, দপ্তর সম্পাদক আদুরী বেগম, অর্থ সম্পাদক নাজনিন সুলতানা বেগম, শ্রমিক কল্যাণ সম্পাদক কুলসুম আক্তার কলি, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সুফিয়া বেগম লিপু।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল এগারোটায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এক ডজন নেতা উপস্থিত থাকার কথা রয়েছে।