রংপুরের মাহিগঞ্জের আমতলা বাজার থেকে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নগরীর খোর্দ্দ রংপুর গ্রামের শুকুর আলী।
সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (মিডিয়া এ- ডিবি) আলতাফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহিগঞ্জের আমতলা বাজার থেকে শুকুর আলী নামের এক মাদক ব্যবসায়ীকে ১১ লিটার চোলাই মদসহ হাতে নাতে আটক করা হয়। তার নামে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও রংপুর মেট্রোপলিন পুলিশের অভিযানে কোতয়ালী, তাজহাট, হারাগাছ ও হাজিরহাট থানার বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ১৭জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।