জাতীয় ছাত্র সমাজ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ইব্রাহিম খাঁন জুয়েল ও রংপুরের বুড়িরহাটের কৃতী সন্তান মোঃ আল মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন রংপুর মহানগর জাতীয় যুব সংহতি।
এক বিবৃতিতে রংপুর মহানগর জাতীয় যুব সংহতির আহ্বায়ক মোঃ শাহিন হোসেন জাকির ও সদস্য সচিব মোঃ আলাল উদ্দিন কাদেরী শান্তি জানিয়েছেন, সাবেক রাষ্টপ্রতি পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে লালিত জাতীয় ছাত্র সমাজ এদেশের ছাত্র রাজনীতির অহংকার। বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক জাতীয় ছাত্র সমাজ এদেশের সকল ছাত্রসমাজকে সুস্থধারা ও সুস্থ শিক্ষাঙ্গন উপহার দিবে। বিবৃতিতে নতুন সভাপতি ও সেক্রেটারীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে যুব সংহতির নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাতে জাতীয় ছাত্রসমাজ অগ্রণিভূমিকা পালন করার পাশাপাশি ছাত্র সমাজের ন্যয় সঙ্গত সকল অধিকার বাস্তবায়ন করবে।