দেশের অন্যান্য জেলার মত রংপুরও উন্নয়ন প্রতিযোগিতায় এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এইচ এম এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ। তিনি বলেছেন, আমরা কেন পিছিয়ে থাকব। দেশের সবখানে উন্নয়ন হচ্ছে। রংপুরেও হবে। উন্নয়ন এখন প্রতিযোগিতায় পরিণত হয়েছে। আমরা সংসদে বিরোধি দল হিসেবে সরকারকে উন্নয়নে সহযোগিতা করছি। গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রংপুরের সদ্যপুস্করনী ইউনিয়নের মাধবপুরে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান অনুষ্ঠানে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ ৭টি পরিবারকে ঘর নির্মানের জন্য ৩১ হাজার টাকা ও ২ বান টিন প্রদান করে রংপুর-৩ সদর আসনের সাংসদ রাহগীর আল মাহি সাদ এরশাদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত সাদিয়া সুমি, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক আবদুর রাজ্জাক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, কাজলী বেগম, মমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলতানা আক্তার কল্পনা, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন।