রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম বলেছেন, বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জাতীয় ফুল হিসেবে শাপলাকে বিজয় ফুল হিসেবে বিবেচনা করা হয়। ছয়টি পাপড়ি ও কলি নিয়ে হবে বিজয় ফুল। ফুলের পাপড়ি ছয়টি বঙ্গবন্ধুর ছয় দফাকে স্মরণ করিয়ে দেবে। আর মাঝখানের কলিটি হবে ৭ মার্চের ভাষনের প্রতীক-উন্নত মম শির। মনে হবে বঙ্গবন্ধু ফুলের কলি হয়ে ফুটে আছেন। বঙ্গবন্ধুর ছয় দফাই বাংলাদেশের স্বাধীনতার মূল বীজ বপন করেছিল। দেশের স্বাধীনতার ইতিহাসকে বুকে ধারণ করে বর্তমান প্রজন্ম দেশ প্রেমে উদ্ধুব্ধ হয়ে কাজ করে যাবে। সোমবার সকালে নগরীর শিশু নিকেতন উচ্চবিদ্যালয় মাঠে বিজয়ের ফুল তৈরী ও অন্যান্য প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মোঃ মাসুদ রানা। প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৮ জেলা থেকে আগত জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজয় ফুল তৈরী, গল্প রচনা, কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, দেশাত্মকবোধক গান ও জাতীয় সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। করেন