মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় ও নারীর ক্ষমতায়ন সৃষ্টি লক্ষে অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। অবহিত করন সভায়, কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় ও নারীর ক্ষমতায়ন সৃষ্টিতে স্যানেটারী টাওয়াল প্রস্তুত বিতরণী বিষয় অবহিত করা হয়।
উপজেলা র্নিবাহী কর্মকর্তা হাসান সাদী’র সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। এ সময় বিশেষ অতিথি হিসাবে সভায় বক্ত্যব রাখেন, গজারিয়া উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) এস.এম.ইমাম রাজী টুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী (খোকন), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর নাছির উদ্দিন উজ্জ্বল প্রমুখ।