কুমিল্লার হোমনায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. শহিদুল্লাহসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।