রাজবাড়ীতে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ ও দাম স্বাভাবিক রাখতে বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ী শহরের বড় বাজার পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পেঁয়াজের বিভিন্ন খুচড়া ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বলেন এবং বাজারের কোন দোকানদার ক্রেতাদের কাছ থেকে দাম বেশি নেওয়া হচ্ছে কিনা সে সর্ম্পকে জানেন। তবে ক্রেতাদের মতে পেঁয়াজের বাজার গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রতি কেজিতে ৬০ টাকা থেকে ৮০ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে স্বল্প আয়ের সাধারন মানুষ বাজার বেশির কারণে মারাত্বক ভাবে হতাশ হয়েছেন। অনেকে পেঁয়াজ কিনতে না পেরে বাড়িতে ফিরে যাচ্ছেন।
বাজার পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট সাইফুল হুদা ও আসাদুজ্জামানসহ সদর থানা পুলিশের সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্টেট সাইফুল হুদা বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সব সময় বাজার তদারকি করা হয়। সারাদেশের বাজার অনুযায়ী আজ রাজবাড়ীতে পেঁয়াজের বাজার স্বাবাভিক বলে মনে করেন তিনি। তবে বেশি দামে পোঁয়াজ বিক্রি হচ্ছে না এবং নতুন ও বাইরে থেকে আশা পেঁয়াজ যেন বেশি দামে বিক্রি না হয় সেদিকেও তারা খেয়াল রাখছেন বলে জানান।