কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, হোসেনপুর থানার ওসি শেখ মো.মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ সালাম, পৌর আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারেজ, সাবেক যুবলীগ সভাপতি এমএ হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ।