সব প্রকার দুষণের মধ্যে বায়ু দূষণ সর্বাধিক ক্ষতিকর। যার ফলে মানবদেহে নানা রকম রোগ জীবানু ছড়ায় এবং মরণ ব্যাধির মতো নানা জটিলতা সৃষ্টি করে। আর বায়ু দূষিত করতে কলকারখানার ধোয়া যেমন দায়ী, তার চেয়ে বেশি দায়ী রাস্তা দখল করে যেখানে সেখানে ইট, সিমেন্ট, খোয়া মাটি, বালু রাখা ও মিশ্রন করা। এসব বালু ও মাটি ছড়িয়ে ছিটিয়ে ড্রেনের গতিপথ যেমন বন্ধ করছে, তেমনি উড়ে উড়ে বায়ু দুষণ করছে। এ ছাড়া যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখাও বায়ু দুষণের জন্য দায়ী।এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রসাশনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
গত ২৫ নভেম্বর সোমবাব সংশ্লিষ্ট পত্রিকায় প্রকর্শাথে গাইবান্ধা জেলার বৃহত্তর সামাজিক সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম সভাপতি,বাসদ আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক বি.কম শিখা দত্ত,এক মন্তব্যে উপর্যুক্ত কথাগুলো বলেছেন।
অন্যানের মধ্যে একমত পোষণ করে বিবৃতি প্রদান করেছেন, রিপোর্টার্স ফোরাম সিঃ সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু, সহ-সভাপতি নুর আলম আকন্দ, সহ-সাধারন সম্পাদক কালামানিক দেব, সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহান মন্ডল, কোষাধ্যক্ষ বাবু শ্যামলেন্দু মোহন রায় জীবু, দপ্তর সম্পাদক মুরশিদা আক্তার সুইটি, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, কার্যকরি সদস্য রফিকুল ইসলাম মন্ডল, তাজুল ইসলাম প্রধান, তারাজুল ইসলাম ও মোঃ সাইদুল ইসলাম প্রমুখ।