গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেসকোর বিদ্যুতের সরবরাহের লাইনের তারের জটলা এবং বিপদজনক সরবরাহ ব্যবস্থায় জনমনে ভীতি ও অসন্তোষ দেখা দিয়েছে। প্রায় এক কিলোমিটার এলাকা কোন বিদ্যুতের খুঁটি না থাকলেও তারের জটলার জীবন্ত গাছের গাছে ঝুলিয়ে দিয়ে গোবিন্দগঞ্জ পৌর এলাকার পশ্চিম পান্তাপাড়ায় দেয়া হয়েছে বিভিন্ন বাসা-বাড়ীতে বিদ্যুতের সংযোগ। বহুবার দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ এ সমস্যা সমাধানে কোন ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
সরেজমিনে ঐ এলাকা পরিদর্শন করে জানাগেছে, অনেক বছর থেকেই রাস্তার পাশে জীবন্ত গাছে ঝুলিয়ে দেয়া হয়েছে বিপদজনক বৈদ্যুতিক তারের জটলা। এছাড়াও কিছু সরু শুকনো গাছের সাথে বৈদ্যুতিক তারের জটলা ঝুলিয়ে দেয়ায় যেকোন সময় শুকনো গাছ ভেঙ্গে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ সহ নানা ভোগান্তি পোহাতে হয় স্থানীয় মানুষকে। বহুবার গাছে ডাল ভেঙ্গে তার ছিড়ে নানা দুর্ঘটনা ঘটলেও নতুন করে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পশ্চিম পান্তাপাড়া এলাকার বাসিন্দা সোহেল রানা জানান, এ বিষয়ে গোবিন্দগঞ্জ নির্বাহী প্রকৌশলীর নিকট বৈদ্যুতিক খুঁটি স্থাপনের জন্য বহুবার আবেদন-নিবেদন করেও কোন সাড়া পাওয়া যায়নি। যেকোন মূহুর্তে ঘটতে পারে প্রাণহানীর ঘটনা। একই এলাকার শহীদুল ইসলাম জানান, যেকোন অনাকাঙ্খিত দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষকে বিষয়টির উপর গুরুত্ব দেয়া দরকার। তা না হলে বৈদ্যুতিক তার ছিড়ে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।