কুমিল্লার হোমনায় আসন্ন ২০২০ সালে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার্থী হিসেবে ফরম পূরণ করা কলাগাছিয়া এম এ উচ্চবিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব স্বাক্ষরিত কু.উ.বি ১৬/২০১৯ স্মারকে তাদের বহিস্কারের এ নোটিস প্রদান করা হয়েছে। বহিষ্কৃত ছাত্ররা হলো- মো. আমজাদ, মো. মানিক, মো. হারুনুর রশিদ, মো. রফিকুল ইসলাম, মো. রিফাত মোল্লা, নাইম মিয়া, জাহিদ হাসান ও মো. পারভেজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রেরিত গত ২১.১১. ২০১৯ খ্রি. তারিখের ০৫.২০.১৯৫৪.১০১.০০.০০১.১৯ নং স্মারকে প্রেরিত নির্দেশনা পত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর দশম শ্রেণিতে অধ্যয়নরত রনি, মেহেদি ও সাইফুলকে একই শ্রেণির আট শিক্ষার্থী বেআইনিভাবে মারধর করে বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করেছে। এই অপরাধে ওই আট শিক্ষার্থীকে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিয়ে বিদ্যলয় থেকে বহিষ্কারের নির্দেশনা প্রদান করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে বহিষ্কৃত ওই আট শিক্ষার্থীদের ফরম পূরণ সম্পন্ন করা হয়ে গেছে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। বহিষ্কারের বিষয়টিকে অনেকেই ‘লঘু পাপে গুরু শাস্তি’ উল্লেখ করে অমানবিকও বলছেন।
বহিষ্কৃত ছাত্র মো. হারুনুর রশিদ জানান- নাইম, পারভেজ কৃষ্ণপুর গ্রামের মাহফিলে গেলে ওই গ্রামের দুই/তিনজন ছাত্র তাদের পায়ে পাড়া দিয়ে কেমন আছে জিজ্ঞেসা করে। এ বিষয়টিই পরের দিন স্কুলে গিয়ে জানতে চাইলে উভয়ের মধ্যে ঝগড়া বাধে। এ ঘটনাকে কেন্দ্র করে আমাদেরকে (২৩ নভেম্বর) বহিষ্কারের কাগজ ধরিয়ে দেয়। একজন মু্িক্তযোদ্ধার সন্তান হিসেবে তাকেসহ অন্যান্যের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ভবিষত সুগম করার অনুরোধ জানান।
আরেক ছাত্র
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব বলেন, গত ১৬ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে এ্যাসেম্বলি শেষে ক্লাসে ঢুকে ছাত্রদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে কয়েক জন শিক্ষার্থী আাহত হয়ে হাসপাতালে চিকিৎস নিয়েছে। বিষয়টি এলাকার কে বা কারো মাধ্যমে ইউএনও জেনে আহত ছাত্রদের দেখতে হাসপাতালে গেছেন। তা দেখে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউএনওর নির্দেশে ২৩ নভেম্বর তাদের বহিষ্কার করি। ঘটনার সূত্রপাত সম্পর্কে তিনি আরও বলেন, যতদূর শুনেছি গত ১৫ নভেম্বর এলাকায় একটি ওয়াজ মাহফিলে গ-গোলের জের ধরে এই ঘটনা ঘটেছে। এখন তাদের ভবিষ্যৎ সম্পর্কে তিনি কিছুই জানেন না।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউএনও তাপ্তি চাকমা সোমবার এই প্রতিবেদককে বলেন, আট শিক্ষার্থী দশম শ্রেণির কয়েক জন ছাত্রকে বেআইনিভাবে মারধর করে বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করেছে। এর পরিপ্রেক্ষিতে তাদের বিদ্যালয় থেকে বহিষ্কারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির পাঁচবারের সাবেক সভাপতি মীর মো. মাসুদুজ্জামান বলেছেন, ছাত্রদের বহিষ্কারের বিষয়টি অত্যন্ত অমানবিক।