পিরোজপুরের ভান্ডারিয়ায় ৬ষ্ঠশ্রেনীর এক স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করার অপরাধে ভ্রাম্যমান আদালত সোমবার এক সন্তানের জনক মোঃ সবুর খান (২৭) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
ভান্ডারিয়া থানার উপপরিদর্শক মোঃ নুর আমীন জানায় পৌর শহরের জামিরতলা গ্রামের মৃত হাবিব খান এর ছেলে মোঃ সবুর খান একই গ্রামের ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠশ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে বিদ্যালয় আশা যাওয়া সময় প্রায় উত্ত্যক্ত করত। গতকাল মেয়ে অভিভাবকের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ইভটিজার সবুর খানকে আটক করে ভ্রাম্যমান আদলতে উপস্থিত করলে সবুর তার দোষ স্বীকার করায় আদালত ওই রায় প্রদান করে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল আলম।