ময়মনসিংহে গফরগাঁওয়ে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম প্রাচীন সাংবাদিক সংগঠন গফরগাঁও প্রেসক্লাব ভবন ও স্বদেশী পণ্যমেলার উদ্বোধন করা হয়েছে। গত রোববার বিকেলে গফরগাঁও প্রেসক্লাব ভবন উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমিন। সন্ধ্যায় স্থানীয় ডাকবাংলো মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে গফরগাঁও প্রেসক্লাব আয়োজিত মাসব্যাপী স্বদেশী পণ্যমেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফরিদা উয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান। প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সাধারন সম্পাদক শফিউল আলম মারুফ, সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টার, ফকির এ মতিন প্রমুখ। অনুষ্ঠানে সারা বাংলাদেশে সাংবাদিকতা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য গফরগাঁও প্রেসক্লাব ফরিদা ইয়াসমিন ও শাবান মাহমুদকে ভাষা শহীদ আবদুল জব্বার সম্মাননা পদক ২০১৯ এবং ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ইব্রাহীম খলিল, এসএম ইকবাল হোসেন সুমন, হাজী মফিজ উদ্দিন, হোসেন আহাম্মদ পান্না, জনাব আলী শেখ (মরনোত্তর) কে রোস্তম আলী গোলন্দাজ সম্মনানা পদক প্রদান করে।