গাইবান্ধার ফুলছড়ির উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে বালাশিঘাট থেকে মদনেরপাড়া পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বিভিন্ন বাজারে পথসভায় বক্তারা নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বন্যার সময় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কারেরও দাবি জানান। তারা লাগামহীন দুর্নীতি, লুটপাট এবং সিন্ডিকেটের কারসাজিতে পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন এবং দুর্নীতি, লুটপাট, সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহবান জানান।
পথসভাগুলোতে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সিপিবি’র সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোটে মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মাহমুদুল গণি রিজন, জেলা কমিটির সদস্য মশিউর রহমান মইশাল, স্থানীয় নেতা শরিফুল ইসলাম শরীফ, রানু সরকার, ছাত্র নেতা রবিউল ইসলাম রবি প্রমুখ।